********রোজা/রমজান**********
- নীলকন্ঠ নাসিম - নীলকন্ঠ ১৬-০৫-২০২৪

একটি বছর পরে আবার এল রে মাহে রমজান, মুসলিম উম্মাহর ঘরে ঘরে চলছে খুশির নৌযান। , , রহমত, মাগফিরাত ও নাজাতের পয়গাম নিয়ে এল রে আবার পবিত্র মাহে রমজান, রাখব রোজা এসো সবে সকল মুমিন মুসলমান। , , প্রথম দশ দিন পাব রহমত আল্লাহর অশেষ কৃপায়, সবাই মিলে করব সিজদাহ আল্লাহর রহমতের দরজায়। , , দ্বিতীয় দশ দিন পাব মাগফিরাত এই দিনে চাইব ক্ষমা, মহান আল্লাহ করবে মওকুফ আছে যত গুনাহ জমা। , , তৃতীয় দশ দিন পাব নাজাত আল্লাহ্‌র কাছে চাইব মুক্তি, সকল গুনাহ থেকে মুক্তি নিয়ে করব আবার রমজানের সাথে চুক্তি। , , বেচে থাকলে রাখব রোজা করব সিয়াম পালন, আল্লাহর কোরআন বুকে নিয়ে নিজের মাঝে করব লালন। , , আছো যত পাপি ও তাপি এসো সবাই রোজা রাখি, সকল গুনাহর ক্ষমা নিয়ে আমরা হব মুক্ত পাখি। , , ভুলেও যেন একটি রোজা বন্ধু তোমার না হয় ক্বাযা, তারাবি নামাজের পুণ্যে হও তুমিই রাজা নিজ হাতে ভুল করে পেও না ভুলের সাজা। , , রমজানের পুণ্যে হও সকলে ধনবান এই ধণ আল্লাহর নিজ হাতের দান, এই রমজান আমাদের তরে আল্লাহতালারর শ্রেষ্ঠ দান। , , মোবারাক হো! মোবারাক হো! হে পবিত্র মাহে রমজান, আমাদের মাঝে ফিরে এসো বার বার নিয়ে তোমার জয়গান। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।