বেদনার সুর
- কামরুজ্জামান সোহেল ১৭-০৫-২০২৪

ওখানে এক অচেনা ভিড়ে ঠেকেছে হৃদয়
আর ফেরার পথ খুঁজে নাই বা পাই,
আঁখিজল মিলেমিশে হলো একাকার
বসন্তের মাঝে আর সেই প্রাণ নাই।

জ্যোৎস্নাও নেমে আসে আগের মতো
কোকিলের কন্ঠে আজও চিরচেনা সুর,
তবু যেন হা হুতাশ চলে হরদম
তাহা হতে প্রাণ যেন যোজন যোজন দূর।

হাওয়াও একাকারে মিশে নদীর বাঁকে
কদম পুষ্প বার্তা বয়ে আনে বর্ষার হাসি,
হৃদপিঞ্জরে প্রতিটি ক্ষণে শূন্যতার জয়গান
মুখ ফুটে কভু হয়নি বলা, "তোরেই ভালবাসি!"

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।