আমি তোমাকে যুবক বলি না
- সাইয়িদ রফিকুল হক - অগ্রন্থিত ২০-০৫-২০২৪

আমি তোমাকে যুবক বলি না সাইয়িদ রফিকুল হক আমি তোমাকে যুবক বলি না কারণ, তোমার মেরুদণ্ড সোজা নয়, আমি তোমাকে যুবক বলি না কারণ, তোমার বুকে সাহস নাই, আমি তোমাকে যুবক বলি না কারণ, তোমার মনে আত্মবিশ্বাস নাই। আমি তোমাকে যুবক বলি না কারণ, তুমি এখনও দেশবিরোধী-ধর্মান্ধ, আর তুমি ভয়াবহ স্বার্থান্ধ আর কামান্ধ! আমি তোমাকে যুবক বলি না কারণ, তুমি দেশের দুর্দিন স্বচক্ষে দেখেও যুবতীনারীর লোভে আজও মোহাচ্ছন্ন। আমি তোমাকে যুবক মনে করি না কারণ, তুমি এখনও রাজাকারদের দোসর, আর তুমি এখনও আল-বদরদের দোসর, আর তুমি এখনও আল-শামসদের দোসর, আমি তোমাকে যুবক মনে করি না আমি তোমাকে ঘৃণা করি। আমি তোমাকে যুবক মনে করি না কারণ, তুমি এখনও সাম্প্রদায়িকপশু, আমি তোমাকে যুবক বলি না কারণ, তোমার মনে দেশপ্রেম নাই, আমি তোমাকে যুবক বলি না কারণ, তুমি এখনও এই বাংলার চিরশত্রু রাজাকারদের ঘৃণা করতে শেখোনি। আমি তোমাকে যুবক বলি না কারণ, তুমি দেশের শত্রুদের সঙ্গে বন্ধুত্ব করেছো, আর হাসিমুখে তাদের গোলামি করেছো, আমি তোমাকে যুবক বলি না কারণ, তুমি বাংলাদেশের চিরশত্রু, আর তুমি বাংলাদেশের কেউ না। আমি তোমাকে কখনও যু্বক মনে করি না, আর আমি তোমাকে চিরদিন ঘৃণা করি। সাইয়িদ রফিকুল হক পূর্বরাজাবাজার, ঢাকা, বাংলাদেশ। ২১/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।