তুমি চাইলেই
- মোরাদ হোসেন চৌধুরী ১৭-০৫-২০২৪

তুমি চাইলেই
তুমি চাইলেই হতে পারি ধূসর মেঘে একাকার
আবারও, চাইলেই হতে পারি
রঙধনুর সাত রং বারবার
,
তুমি চাইলেই
তুমি চাইলেই হতে পারি বিনিদ্র অজস্র রাত
আবারও, চাইলেই হতে পারি
কলকাকলির ভোরের প্রভাত
,
তুমি চাইলেই
তুমি চাইলেই হতে পারি জমে থাকা ঘাসের শিশির
আবারও, চাইলেই হতে পারি
সূর্যের আলোয় আলোকিত মুক্তা মণি' র
,
তুমি চাইলেই
তুমি চাইলেই হতে পারি ঝুলে থাকা রাতের আকাশের চাঁদ
আবারও, চাইলেই হতে পারি
বদমাশ, ইতর,হারামি,ও ভবঘুরে উন্মাদ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।