পাতায় মোড়া মৃতদেহ
- সুদীপ তন্তুবায় (নীল) ২০-০৫-২০২৪

শুকনো শালপাতায় সংসারের ঠিকানা লেখা হলে
অবাধ্য সুতোকে জড়াতেই হয় শলাকার প্রান্তে ।

মৃতদেহ ক্রয় হয় কয়েক পয়সায় !
নরম ঔষ্ঠের চিতায় তুলে
মুখে আগুন দিলেই, মৃতদেহ পুড়তে থাকে .....
পোড়া গন্ধে তৃপ্ত হয়ে
সব আত্মীয় ফিরে যায় ঘরে ।
এখানে কোনো কান্না নেই
তবু কান্নার ঘুম ভাঙে একটি সন্ধ্যার শেষেই !

যারা
শুকনো শালপাতায় শুধু মৃতদেহগুলো মুড়তে থাকে,
তাদের মৃত্যু হয় বারবার !!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।