বায়োলজিক্যাল বৃষ্টি
- সুদীপ তন্তুবায় (নীল) ২০-০৫-২০২৪

বৃষ্টির শুক্রাণুগুলো ঝরে পড়ে মাটির গর্ভে ।
স্থাপিত হয়ে স্থবির অরন্য,
বাহাত্তর ফোঁটা বাষ্পায়ন ।

কতকাল এই ওঠানামা ...

বিবর্ণ মাটির দেহে সুসভ্যতার প্রজন্ম
ড্রাগিষ্ট পোকাটির মতো,
বাষট্টি পটলা বিষকে ছড়িয়ে-
বসন্ত ভাবায় সব !

আকুড়ার বনে, বড়ো কাঁটাটিতে ঝুলে থাকে -
ইতিহাস ! ইতিহাস হতে দেরি নেই আর !

তাই সমস্ত বায়োলজিক্যাল বৃষ্টিতেই একদিন
সৃষ্টির মৃত পোকাগুলো ঝরে যাবে ...
গর্ভ ?
বিষাক্ত উষ্ণতায় নুপূর বাজিয়ে সেদিন
গর্ভকে ছিঁড়ে খাবে রেটল স্ন্যাকের দল !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।