ভালো থেকো বাবা
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২০-০৫-২০২৪

রূপালি জোছনার মায়া মেখে ভালো থেকো,
দূর নক্ষত্রের পানে চেয়ে ভালো থেকো ,
ঝিঁঝিঁ পোকার গুঞ্জন শোনে ভালো থেকো ,
জামতলার ছায়ায় ছায়ায় ভালো থেকো ,
জোনাকির আলোয় আলোয় ভালো থেকো ,
আকাশের ধূসর মেঘে চেয়ে ভালো থেকো ,
অবিরাম বর্ষণ স্নানে ভালো থেকো ,
ভোরের হিমেল হাওয়ায় ভালো থেকো ,
রোদেলা দুপুরের আদরে ভালো থেকো ,
স্নিগ্ধ বিকেলের মায়ায় ভালো থেকো ,
মাটির আঁধার কুঠিরে ভালো থেকো ,
বাবা, ঐ দূর আকাশের তারা হয়ে ভালো থেকো,
শুধু একটু ভালো থেকো।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।