আমার স্বপ্নগুলো
- ফজলে রাব্বী রিফাত ১৬-০৫-২০২৪

নীল আকাঁশে আমার
স্বপ্নগুলো উড়িয়ে দিলাম ,
আকাঁশ ফেঁটে ঐ রোদ্দুর আজ
ছিনিয়ে নিলাম ।
মেঘের মাঝে আমি রঙ্গিন ফানুস
উড়াবো ,
গভীর রাতে চাদের জোঁচনায় মন
জোড়াবো ।
চাইনা আমি মিথ্যে স্বপ্ন দেখতে ,
সত্যের গ্রহিনে চাই আমি জিততে ।
বৃষ্টির জল কণা বড় চেনা লাগছে ,
আমার স্বপ্নগুলো নতুন করে আজ
জাগছে ।
আমার ঘুড়ি নীল আকাঁশে উড়ে না ,
স্বপ্নের বিশালত্তে মেঘের
মাঝে আর ঘুড়ে না ।
তবুও স্বপ্ন দেখি নতুন করে আজ
জাগবো ,
পুরনো স্বপ্নগুলো নিয়ে আবারও
আমি বাঁচবো ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

kobisabujahmed
১১-০২-২০১৫ ১৯:৪৮ মিঃ

valo laglo @@@@