বিদায় ঘাত
- মোহাম্মদ ইউছুফ মিয়া নুনু - সৃত্মীর অ্যালবাম ২২-০৫-২০২৪

বহেছে ঝরণা নয়ন পাতে
বিদায়ের কালে ঠিক,
বকুল তলে দাঁড়ানো ছিলাম
চেয়ে চেয়ে ঐ দিক ।

আখিঁ ভাসা জলে ভেজেছে আচল
হূদয় মুছানো কল ধ্বণিতে,
নিরবে, দাহন আলগে রেখেছি বুকে
তোমার বিদায়ের আঘাতে।

তুমি চলে গেলে পরে
ঘরে ফিরে, তোমার স্মিতি লহরে
একা একা কত কথা চলে
কত দিন-নীশি কাটিয়েছি অবসরে ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।