সুখ সপ্ন
- তিরোহিত ধানিকা ১৭-০৫-২০২৪

"তুই কি এমন সপ্ন দেখিস ভোর রাতেরই ঘুমে
কেউ এসে কি যায় পালিয়ে তোর ই ললাট চুমে ?
পালিয়ে ঠিক যায় না তখন, কিছুক্ষণ সে থাকে
যেটুক থাকে, সেটুক আমায় আদরেতে রাখে ।


ভোর রাতের এই সপ্নেতে রোজ ঘুম ভেঙে যায় আমার
সাধ জাগে খুব সেই সময়ে ঘরের মেঝেয় নামার ,
উপুড় হয়ে শুয়ে থাকি আরও কিছুক্ষণ
সে থাকুক না আরও সময় , চায় যদি তার মন ।

বল না সখি ,চুপ ক্যানো রে , নেই কথা ক্যান মুখে
তুই কি ওমন আমার মতই মরিস সপ্ন সুখে ,
সারা শরীর ব্যথা কি তোর , মটকেছে কি পা
আমার মতই তোর ও কি রে ঘামে সারা গা ? "


"সপ্নের সে যে অনেক ভালো ! তবু ও থাক বাদ
ভাববো আবার তার ই কথা আসুক আবার রাত ,
সপ্নের সে আসলে মনে পায় যে সদাই হাসি
তার চেয়ে চল, সকাল বেলার স্নান সেরে আসি । "

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।