সাধু
- রামপ্রসাদ দলাই ১৮-০৫-২০২৪

টাক আমায় প্রবীণ করেছে,
বয়েস আমার কচি !
মাথায় কেন চাট্টি মারো
কেন করো ভ্রুকুটি.....!!!
হাসির পাত্র নয়কো আমি
বয়েস আমার বারো ,
আমার টাকে চাঁদের আলো
দেখে শহর থেকে গঞ্জে...
জ্বলছি আমি টাকের জ্বালা,..
বন্ধু ডাকে আমায় কাকা
বৌ ডাকে দাদু
যৌবন জ্বালায় মরছি আমি
সাধের টাক বানালো সাধু.....!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।