এ শীতের সকাল
- পবিত্র রায় ১৫-০৫-২০২৪

☆☆☆এ শীতের সকাল☆☆☆
- পবিত্র রায়
এযে শীতের সকাল,
কুয়াশার চাদর মুড়িয়ে
মোদের সবুজ দিগন্ত রয়েছে ঘুমিয়ে,

এযে শীতের সকাল
শীতার্ত পাখিরা কুঞ্জবনে-
কলোরব মুখর আহারের সন্ধানে,

এযে শীতের সকাল
শীতার্ত মানুষ একটু সুখের তরে
ছুটে যায় মিষ্টি রোদ সূর্যের কিরণে,

এযে শীতের সকাল
পাড়ার ছেলে মেয়ে উল্লাস দল বেধেঁ
খড়ের আগুনে মটর শুটি পুড়িয়ে খেতে,

এযে শীতের সকাল
ছেলে মেয়ে সহ বৃদ্ধরাও আগুনের চারিপাশে
আরাম করে এসে বসে
শুধু দেহখানি একটু গরম করার আয়েশে,

এযে শীতের সকাল,
ঘুম ভেঙ্গে হাটতে গেলে
চতুর্দিকেই মুক্তা মেলে,

এযে শীতের সকাল
মুক্তা বিছানো যখন আনন্দ টুকু পাই
সব আনন্দ ছিন্ন করে সূয্যি মামা'ই,

এযে শীতের সকাল
মামার ত্বেজ্বে ছিন্ন চাদর মায়াজাল
তব পাই আরও সুন্দর সোনালি সকাল,

এইতো,
পৌষের সকাল বেলা সোনালী রোদ
হিম শীতল প্রকৃতির পাশে
প্রেমিকার মতো যেন
মিটি মিটি আজও হাসে।৷

তাং:05.11.2017 ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Faiyaj
০৯-১২-২০১৭ ০৮:২৩ মিঃ

দারুণ