স্বাধীনাতার সুখ
- মকিজুর রহমান - মুক্তবীণা ২১-০৫-২০২৪

বর্ষা ঋতু কাঁদছে কেন আজ? বৃষ্টি তুমি ঝরছে কার জন্য? আমি তো নই শক্ত পাথর! তবে কেন? তোমার কান্না আমার সর্বনাশ। তুমি আজ বড় সুখি,দামি গাড়ি, দামি বাড়ি, উচ্চ বিলাস জীবন। নামিদামী বন্ধু বান্ধব, ইচ্ছে মত ভোগ বিলাসে জীবন কাটাও বড়ই চমৎকার। এসব কিছু চাই না আমি যে কারনে খোঁজ বন্ধু তোমার কবি হয়ে লিখছে এখন রোজ। প্রশ্ন রাখি সবার কাছে? স্বাধীন দেশের কবি কেন বিদ্রোহী হয়ে গেল? স্বাধীন দেশের সোনার মুকুট কেন বালি হয়ে ঝরে? স্বাধীন দেশের সদর রাস্তায় কেন আগুনে দন্ড লাশ? স্বাধীন দেশের অলিতে গলিতে কেন ধর্ষনের মত চিহ্ন? চিৎকার করে উঠে কেন নগরের মানুষ পণ্য দ্রবের ঊর্ধ্ব মূল্যে? মদক নেশায় ডুবে গেল কেন স্বাধীন দেশের কমল মতি শিশু? চাকরী খোঁজে শিক্ষিত যুবক কেন হতাশ? স্বাধীন দেশে কেন ঘুস? স্বাধীন দেশে শখের বসে চলছে আজ যা খুশি তাই রোজ,কেন? জীবন যেখানে যেমন হাসি মনের মতন নিরবে একা কাঁদি। তোমরা যখন বাজাও মাদল, এসে যায় যেন আমার মৌয়ুতের দুদ! কখনো কলম দিয়ে লেখেনা কোন বীর , রক্ত হলো শহীদ বীরের কলমের শিষ। কখনো-বা শহীদের কাব্যশালা জুড়ে রয়েছে কত বিষের বর্ণ, বর্ণমালার রক্তে গাঁথা অতীত। মানুষের অতি কাছের থেকেও দুঃখ যায় বোঝানা মনের ভিতর স্বপ্ন আঁকি,প্রকাশ করতে কেন পারিনা? মন কুড়ে খায় স্বাধীনতা নামক সেই সোনালী দিনের সূর্যের অপেক্ষার প্রহর, অথচ এ দেশে আমরা স্বাধীন,বড় সুখে আছি, মনে চাইলেও মনের মত কাঁদতে পারিনা! দেওয়ালে মাথা ঠুকরে মরি মনের ভিতর খোদ, দুঃখ দিয়ে আগুন জ্বেলে পুড়াই মনের শোক। মনের মতন লিখতে পারিনা মনের মতন সব কবিতা আমার কেন হয়না? তাই করেছি খোঁজ। আমি তো স্বাধীন দেশের কবি আমার ও আছে আধিকার স্বাধীন দেশে জন্ম আমার বলবো আমি স্বাধীনাতার কথা কবিতা লিখবো স্বাধীনাতার। আকাশ জুড়ে চাঁদের আলো, তারা ভরা রাতে, স্বাধীনাতার গল্প বলে কাটিয়ে দেয় রাত কোন এক নারী করে উঠে চিৎকার স্বাধীনাতা আমার,স্বাধীনাতা আমার। দেশ জুড়ে আসুক সুশাসন স্বাধীনাতার সুত্র মানুক সবাই স্বাধীনাতা বেআইনী শত্রু যারা বিস্ফোরনে মারা যাক। স্বাধীনতা নামক মালা গলায় পরে দীপ্ত হেসে শান্তি আসুক সবার মনে, শহর গ্রাম রাস্তায় দোকানে সাইনবোর্ডে বাংলা ভাষায় স্বাধীনতা লিখে দিতে চাই। ফুটপথে পথে শিশু গাছ বৃক্ষ তরুলতা মাঠের ফসল পুকুর ঘাটে বিশ্বজুড়ে ঘরের মাঝে ভরে উঠুক স্বাধীনতার সুখে

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।