এখন এ দেশ
- মকিজুর রহমান - মুক্তবীণা ২০-০৫-২০২৪

আমি জানিনা দুঃখের কোথায় শুরু?
ভালোবাসার কোথায় শেষ?
বেদনার কী রং?
যুদ্ধের কী রুপ?
আমি জানিনা নদীর কী সুখ?
দুর্ণিতীর কি ভ্যবিষাত?
একটা মুক্তির শ্লোগানে মুখেরিত হয়েছিলে বাংলার আকাশ বাতাস!
শুরু হয়েছিলে অত্যচার, জুলুম, নির্যাতন, হত্যা,কান্না শোক
সেদিন মানুষের মানবতা কোথায় ছিলে?
কেথায় ছিলে ভালোবাসা?
সেদিন শুধু রক্তের নহর বয়েছে বাংলার বুক জুড়ে
আগুনে ঝলসে গেছে ঘরবাড়ী গহীন অরণ্য।
তবুও থামেনী মুক্তিকামী সৈনিক,অনাবরত যুদ্ধ বিদ্রোহ চালিয়ে রক্ষা করেছিলে আমাদের চরণ ভুমি।
আমি সবুজের বুকে লাল রক্তের ঢেউয়ের নাচন দেখেছি
আজও বাজে সে আর্তনাদ হ্নদয়ের মর্মে।
কতটা দহনে জ্বলেছিলে এ মাটি।
আর আজ দুর্ণিতীর কালো কপাটে বন্ধী হয়ে বারবার মনে পড়ে সে দিন গুলি।
কারও কারও কামনার হাস্যধ্বনি শুনি।
এখন এ দেশ চায় এক চিলতে সুখ
এক মুঠো শান্তি,এক ফোঁটা ভালোবাসা
এক মুঠে অন্ন,মাথা গোজার একটু ছোট্র কুঠির
স্বপ্ন বাসনা রয়ে গেল,সবে শুরু হল আবার দহন
খুন,গুম, হত্যা ছেয়ে গেল দেশ জুড়ে
উদ্ধার কর্মী বন্ধি হল জেলের সেল
ওরা কারা? শোন ওদের কাহিনী,
গণিত দিয়ে শুরু করে পাল্টায় দেশের ভুগোল
বিঙ্গান দিয়ে শেষ করে দেশের সমীকরণ
আর কত কাল চলবে এসব
শান্তি খুজি শান্তি কোথায় নাই।
আজ তাই বলি হে কবি নতুন করে লিখে বিদ্রোহী কবিতা
এখন এ দেশ চায় সাত সাগর রক্ত
এখন এ দেশ চায় লাশে ভরা নদী
এখন এ দেশ চায় একটি বিদ্রোহী কবিতা
এখন দেশ চায় মৃত্যুর মিছিল।
প্রিয়া তুমি দেশের কথা বলে
প্রিয়া তুমি মানুষের কথা বলে
প্রিয়া তুমি রুখে দাঁড়াও অন্যায়ের বিরুদ্ধে
তোমাকে ছাড়া দেশ চলে যাবে রসাতলে
আমি ক্লান্ত সৈনিক ছুটো চলি পৃথিবীর প্রান্তর জুড়ে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।