বীরাঙ্গনা
- মকিজুর রহমান - মুক্তবীণা ২১-০৫-২০২৪

একবার তুমি ভুলতে চেষ্টা কর–
দেখবে আকাশের তারা ফুটো উঠবো,
মেঘ পেরিয়ে চাঁদের আলো পৃথীবিতে আসবো।
সোনালী আলো,সবুজ বৃক্ষ, আর দিগন্তজোড়া ফসলের মাঠ উঠবে হেঁসে তোমায় ভালোবেসে,
নদী-সমুদ্রের জলের জোয়ার নাঁচবে
এবার তোমার গ্লানি ধুয়ে দিতে।
সোনালী ঊষা আসবে আবার তোমায় ভালোবেসে,
একবার তুমি ভাল ভুলতে চেষ্টা কর ।

বুকের ভেতরে থাকা শোক,
তোমার চোখে রক্ত বৃষ্টির দহন
সমস্ত চলার পথে তোমার পাথর ছড়ানো,
তোমার জন্য কে দ্বায়ী?
আমরা সমস্ত বাঙ্গালি জাতি,
যে দেশ তোমায় নগ্ন করে ছিনিয়ে আনল বিজয়,
সেই দেশ তোমায় ব্যবহার করে কলঙ্কের খাতায়,
সেই দেশে তোমার ভুলতে কষ্ট হবে, বীরাঙ্গনা নারী,
তুমি শহীদ মুক্তি যোদ্ধার জননী,
তোমায় আমি সেলুট জানাই,
তুমি ভুলে যাও সব,

বুকের ভেতরে কিছু কষ্ট চেপে রাখে,
কষ্ট থাকা ভাল
যেমন দেখি সাগর নদী তুফান খেলে,
জোয়ার আবার ভাটা,
আকাশ থেকে বৃষ্টি ঝরে,
কখনও দেখি চৈত্র দহন খরা,
এমনি ধারা সবার আছে,
কষ্ট ছাড়া কিছু নাই।
চিঠি-পত্রের বাক্স বলতে গেলেই একেবারে ফাঁকা,
তো কিছু নেই–সুযোগ বুজে যে যার মত খুজে শুধু মাথা গোজার ঠাই।

তোমার বুকে কষ্ট ক্রমেই আমার বুকে এসে জায়গা করে নিচ্ছে
আমরা সবাই করবো আবার,
এই সমাজের পরিবর্তন, আমরা আবার নতুন করে গড়বো দেশ,
গড়বো–সভ্যতা নতুন করে,
একটা সত্যের স্থায়ী স্তম্ভ গড়ে তুলবো।

তোমার কষ্টে অভিশাপ দিও না
একবার তুমি ভুল তে চেষ্টা করো ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।