মুনাফিক
- এস জামান হুসাইন - গোলাপ ফুল ২৫-০৪-২০২৪

মুনাফিকের দেখা মিলে
চারটি কাজের মাঝে,
কথায় কথায় মিথ্যা বলে
সকাল সন্ধ্যা সাজে ।

আমানতের খেয়ানতে
থাকে সদা খুশি,
পাওনা টাকা চাইতে গেলে
মারে শুধু ঘুষি ।

কথা দিয়ে কথা ফেলে
ইচ্ছে মত ঘুরে,
কথায় কাজে মিল থাকে না
সারা জীবন ধরে ।

ঝগড়া হলে খারাপ কথা
বলে শত শত,
নামাজ রোজা ছেড়ে দিয়ে
ঝগড়া করে কত!

মুনাফিকের জায়গা হল
জাহান্নামের তলে,
তৃষ্না কভু মিটবে না কো
জাহান্নামের জলে ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।