তোমায় দেখেছি বলে
- রাসেল রুশো - গোপন প্রেম ২০-০৪-২০২৪

পরম দৃষ্টি আমার চিন্তায় কাজ করে না,
তুমি পরম কিন্তু তোমার রূপ পরম নয়।
আজ আবার তোমার রূপ দেখলাম,
বলছি এতো বদলে গেলে কেন?
তুমি স্থায়িত্ব বুঝো না বুঝি? আমাকে তুমি স্থায়িত্ব শিখিয়েছিলে, ভুলে গেলে? আজ আবার তোমাকে দেখলাম,
তোমার আগের রূপটা আর নেই।
রাগ করলে? কেন, তুমিইতো বললে যাতে সত্য বলি।
আজ তোমার রূপ পরিপূর্তা পেতে শুরু করেছে।
হয়তো তুমি এখন পরিণত, তুমি সম্পূর্ণ।

তোমাকে দেখেছি বলেই আজ আমি শান্ত।
তুমি কখনো হৃদয় আকড়ে থাকো না কেন?
তোমাকে শত চেষ্টায়ও বাঁধতে পারিনি।
তুমি পেছলে দাও শৈবালের মতো করে,
তুমি শূণ্যতায় ভেসে ওঠো, আবার মুছে যাও।
তোমাকে দেখেছি বলে ছুঁয়ে দেখতে চেয়েছি,
সমাজ তোমায় আর গ্রহণ করেনি, তুমি হারিয়ে গেলে,
অথচ দেখো -আবার তুমি ফিরে এলে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।