পূজারী
- ভিনদেশী - আপন মন ২২-০৫-২০২৪

জোনাকির আলো
লাগে যেন কালো
মন নেই ভালো
এলোমেলো ,অগোছালো
জ্বালো ,
ছুরে ফেলো এ অন্ধকার ......

নরম আদুরী তুমি
অপ্সরী,
অদ্ভুত নেশা চোখে তুমি
বিনয়ী,
কর দান এ দেহে প্রান তুমি
মানষী,
একদৃষ্টির কিছুক্ষণ তুমি
সুকণ্ঠি,
গাও সুন্দর্যের গান

এদিকে আঁধার।
পরিপূর্ণ কর এ ধরা
জাগাও অরণ্য
কর বরেন্য আমায় .....

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।