কোন এক "তুমি"র জন্য
- গালিব আফসারী - ঐতরেয় ১৮-০৫-২০২৪

তুমি চাইলেই হয়ে যাই মেঘ, বাদল বরষা আকাশ
তুমি চাইলেই আমি কাশবন, শোরশরাবত বাতাস।

তুমি চাইলেই মুঠোভরা রোদ এনে দেই খোঁপাচুলে
তুমি চাইলেই রাতভরা তারা এনে দেই হেসেখেলে।

তুমি চাইলেই এই আমি হই এক দিনে একযুগ
তুমি চাইলেই এই আমি এই তোমার সর্বসুখ।

তুমি চাইলেই ক্লাসঘরে হই তোমার নতুন টিচার
দেখা হয়ে যায়, ভুল হয়ে যায়, হয়ে যায় কিছু আর

তুমি চাইলেই সাহারায় আমি অতোলান্তিক জল
তুমি চাইলেই মনপাহারায়, হই পাহাড়িয়া বীরবল।

তুমি চাইলেই নগরী ফাকা, নেই জ্যাম সাইরেন
তুমি চাইলেই নগরী নিঝুম, ফরেস্টির নীললেন।

তুমি চাইলেই আমি দূরে যাই, একা একা একঘর
বিনা বাতায়ন, 'তুমি'র দহন, আমি হই যাযাবর

আমি এখন তোমার চাওয়ায়, মৃত্যুবর্ণ শাঁই
সাত আকাশের কান্না আমি, তুমিই চেয়েছো তাই

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।