পরাজিত বিশ্বাস
- বৈশালী গাঙ্গুলী ২০-০৫-২০২৪

ভেবেছো বিশ্বাস হারিয়ে গেলে কি থাকে- কেমন করে লয়, ছন্দে, প্রশ্বাস নেয় অভ্যাসে জীবন ! কিছুই পরিবর্তন হয় না; তেমন- সব থাকে, আগের মতো; কেবল বেনামী নম্বর গুটিকয়েক মুঠোফোনে ভিড় করে। অপেক্ষা বোতাম টিপেলেই, সরে যাবে আত্মশুদ্ধির স্মৃতিচারণ। খামচে পড়ে থাকে গাছের শিকড় মাটিকে, নিথর কাণ্ড, শাখা-প্রশাখার যন্ত্রণা। খানিকটা আড়ষ্ট হয়ে যায়, ধোঁয়াতে বিশ্বাসঘাতক মরা কান্না! তারপর- আধুনিকতার জয়ধ্বনির শব্দে, আর্তনাদ হারিয়ে যায় কথার ভাঁজে, ব্যর্থ কিছু অবৈধ আরজিতে। দীর্ঘ দিনের ছায়াপথ ছুঁয়ে চলে যায় দূরে- কত পথ হাঁটতে হবে কে জানে ! গন্তব্য- সময়ের কাছে চিরদিন অজানা! শুকনো মাঠ ভর্তি ধূসরতা, ভাবে- কেন হঠাৎ ক্লান্ত ঠোঁট, অনর্গল অবাস্তবের নিস্তব্ধতাকে, এতো নিজের মনে করে ? কেন পরযায়ী পাখি কেটে দেয় নিজের ইচ্ছেডানা! বিশ্বাস হারিয়ে - এমনি করে ঝুলে থাকে পেরেকে বাঁধানো দেয়ালের গাঁথুনিতে, অাকাশের রূপালি জোছনা। =============================

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।