# আমিহীন গন্তব্যে #
- দ্বীপ সরকার
পাশে থেকে লাভ কি বলো যোজন যোজন বছর
বৃক্ষের লতাগুল্ম ভিন্নই রয়ে গেলো-কান্ড থেকে,
কান্ড একাকী বেরে চলেছে দল ছুট হয়ে আকাশ পানে
তুমিওতো বেরে চলেছো আমিহীন গন্তব্যে
লাউয়ের লগা বেয়ে বহুদুর- বহু বিচ্ছেদে। বেশ! বেশ!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।