অপেক্ষক
- রিজওয়ান অনুভব - স্বপ্নদ্রষ্টারা ১৫-০৫-২০২৪

কেবল বুঝতে শিখে
আলোর ছোঁয়া পেতে
হাত বাড়িয়েছিলাম !
যখনি আলোর পথে
হাটবো বলে সাথে
পা এগিয়েছিলাম,
ভুল শহরে এসেছি বলেছিলে
তোমার স্পর্শে ছিলো মিথ্যের সমাহার;
ভুল প্রেমে পড়েছি বলেছিল
আকাশের চাঁদ আর প্রিয় অন্ধকার;
তবে কেন এত অপেক্ষা
কেন আজ আমি দাঁড়কাকের মত?
তবে কেন এত চেষ্টা
কেন আজ আমি তোমার
অপেক্ষক?
শেষ তো সেদিনই হয়েছিলো,
যেদিন তুমি স্পর্শ করেছিলে আমায়,
তোমার মিথ্যে স্পর্শ পেতে আজও,
আমি তোমার অপেক্ষক !
এখন বুঝতে শিখে
আলোর ছোঁয়া পেতে
হাত বাড়াবোনা আর !
এখন আলোর পথে
হাটবো বলে সাথে
পা এগোবোনা আর !

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।