মনের গভীরের ভাষা
- মহঃ সানারুল মোমিন - হৃদয়ের ভূমি ২০-০৫-২০২৪

কোন ভাষাকে হৃদয়ে রাখি,
কি দিয়ে বাঁধি মনের সুর।-
বাংলা ভাষা, হৃদয়ে রয়,
বর্ণমালা বাজায় নূপুর।

মনের গভীরে কাকে রাখি?-
কি দিয়ে বাঁধি প্রাণের গান।
বাংলা ভাষা,মনের মাঝে,
বর্ণমালা করে কলতাল।

নদীর বুকে কোন ভাষা রয়?
ভাটিয়ালী গান রচে মাঝি।
বনের বিহঙ্গ কোন ভাষা পায়।
হাজার শীষ দিতে আজ রাজি।

প্রেমের ভাষা কিভাবে পায়।
বাউল পাগল সাধক সাই,
হৃদয় মাঝে কি ভাষা রয়।
শত ছন্দে আনন্দে গান যায়।

পল্লীর রাখাল কাকে রাখে,
সুর ছন্দ পায় রাখালীয়া বাঁশি।
ছোট্ট শিশু কিভাষা পায়?
মিষ্টি মধুর চন্দ্রমাখা যেন হাসি।

দোয়েল কোকিল কথা বলে।
নিজ নিজ মনের ভাষায়।
হৃদয়ে রাখে একই ভাষা।
অন্য আশায় নেই আশা।

অনন্ত কাল ধরে, মনের গভীরে
থাকে যেন প্রাণের মধুর ভাষা।
শত দুঃখেতে,শত সুখেতে।
যেন না হারায় মনের আশা।
...................................................
১১ ই ফাল্গুন- ১৪২৪
নগর, মুর্শিদাবাদ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।