জীবনের লৌহ পিঞ্জর
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২০-০৫-২০২৪

এ জীবন শুষে নিয়েছে আমার জীবনীশক্তির শেষ বিন্দু পর্যন্ত,
আমি তো হতে চেয়েছিলাম বংশী হাতে রাখাল বালক,
ক্লান্ত দুপুর পেরিয়ে পড়ন্ত বিকেলে দীঘির জলে স্নান শেষে গাছের ছায়ায় গামছা পেতে ঘুমুতে।
এই জীবন দিল বইয়ের বোঝা আর চারদেওয়ালে বন্দী জীবন।

এ জীবন শুষে নিয়েছে আমার প্রাণরসের শেষ বিন্দু পর্যন্ত,
আমি তো হতে চেয়েছিলাম নীলপদ্ম হাতে হলুদ হিমু,
নগ্নপায়ে রাত বিরাতে অন্তহীন পথের ভবঘুরে পথিক হতে।
এই জীবন আটকে দিল আমার সোনার যৌবন চারকোণা টেবিলে।

এ জীবন শুষে নিয়েছে আমর স্বীয় স্বত্বার শেষ বিন্দু পর্যন্ত,
আমি তো হতে চেয়েছিলাম গহীন অরণ্যের ডানা মেলা শঙ্খচিল,
মাঠের পর মাঠ পেরিয়ে হারিয়ে যেতে দিগন্তের রেখায়।
এই জীবন আমাকে বেঁধে রেখেছে সংসারলীলার ইন্দ্রজালে।

এ জীবন শুষে নিয়েছে আমার সময়, সামর্থের শেষ বিন্দু পর্যন্ত
বেলা শেষে ছুড়ে ফেলে গেছে উপযোগ ফুরনো সিগারেটের ফিল্টারের মত।

২৬/০৪/২০১৮
ঢাকা-সিলেট মহাসড়ক

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।