মায়া
- জাহিদ হাসান রনি - অধরা ২১-০৫-২০২৪

সেদিন আকাশে দেখি নি কোন চাঁদ, প্রকীতি সেজেছিলো অন্ধকারের সাঁজ। নিস্তব্ধ রাত্রী, অম্যাবসার রাতে আমি এক যাত্রী। হাঁটিতেছিলাম ক্ষণে ক্ষণে, মায়াবী এক সুর ভেসে আসল আমার কানে। স্তব্ধতার মাঝে আকুলতার ছন্দ- কে সেই মানবী! চোখ বুঝে শুনি তার গান খানি। সুরের ছন্দে, রুপের দ্বন্দে, মন হারিয়ে গেল- দূর অজানাতে। আবার নিস্তব্ধ প্রকৃতি, অস্ফুট ভাবে মেলে যায় দুটি চোখ খানি। নেই সেই সুর, মানবী হারিয়ে গেলো কোন সে দূর। খুঁজি এপার থেকে ওপারে, দেখবো তাকে দুটি নয়ন ভরে। কোথাও নেই সে, তাতে কি হয়েছে, সুর দিয়ে একেছিঁ যে তার ছবি- এই হৃদয়ে। ০৭/০৫/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।