উৎসবে বৃষ্টি
- জাহিদ হাসান রনি - বৃষ্টি ১৮-০৫-২০২৪

নতুন প্রানের নব্য উচ্ছ্বাস নিয়ে এসেছে আবার পহেলা বৈশাখ উৎসবে মেতেছে সবুজ বনানী ঘরে ঘরে আজ বৈশাখের ডাক।। চারিদিকে আজ রঙ্গের মিছিল বকুলের ছায়ায় উল্লাসের ঢেউ প্রকৃতি সেজেছে তাই নবরুপে ঘরের কোনে বদ্ধ নেইকো কেউ।। পাড়ার মোরে ঢাকের আওয়াজ অলিতে- গলিতে বৈশাখী মেলা রংমমাখা এমন উৎসবের ক্ষনে আচমকা রিমঝিম বৃষ্টির দোলা।। নতুন স্বপ্ন আর আশার বানীতে পহেলা বৈশাখ হয়েছে বৃষ্টিমুখর রংপুরির বেশে ঝরেছে অবিরাম বৃষ্টির ছটায় সিক্ত হয়েছে শহর।। বৈশাখ এসেছে আজ বৃষ্টি নিয়ে ধুয়ে মুছে দিতে গ্লানি আর জরা নতুনের ডাকে জেগে উঠুক প্রান ঝুম বৃষ্টিতে মত্ত হোক জীর্ন ধরা।। উৎসবের দিনে এমন বৃষ্টির হানা পন্ড হয়নি তবুও তারুন্যের যাত্রা বরং পাড়া মহল্লায় উৎসবের রং টিপটিপ বৃষ্টি দিয়েছে নতুন মাত্রা।। কালের স্রোতে নতুনের আহবানে আবার যদি কখনো উৎসব আসে দ্ব্যর্থ কন্ঠে কেবলই মনের আকুতি বৃষ্টিভেলায় যেন হৃদয়খানি ভাসে। ০৮/০৫/১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।