বিশ্বকবি তুমি রবীন্দ্রনাথ
- সুকান্ত মণ্ডল ১৬-০৫-২০২৪

তুমি সব্বার অসম্ভব এক-
সেরার সেরা বীর
বিশ্ববাসীর কাছে তোমার প্রতিভা ;
এক ভর্তি পৃথিবীময় ক্ষীর।

তোমার সৃষ্টিরস ক্রমশ আস্বাদন করছি;
মোরা সকল জগৎবাসী
সেই রসের অপূর্ব মধুর মুগ্ধতার সৃষ্টি বীজ-
বুনছি মোরা তোমার হৃদয়চাষী।

তুমি একদিন সূর্যের সমান নাম ও শক্তি নিয়ে-
এসেছিলে জগৎকল্যাণে।
প্রমাণ দিলে জালিওয়ানাবাগের হত্যাকাণ্ডে;
'নাইট হুড' উপাধি ত্যাগবাণে।

তোমার সৃষ্টি ,গভীর দূরদৃষ্টি ;
আপনা হতে সবার মনে গান গাও
ভালোবাসার মন খারাপের বেছন্দে-
এক সুন্দর প্রভাত একছন্দে উপহার দাও।

প্রতি দিনরাত মিলেমিশে তুমি রবীন্দ্রনাথ
কঠিন থেকে আরো কঠিনভাবে
তুমি প্রস্ফুটিত সৌন্দর্য চিন্তার গভীরতায়-
রবে- নীরবে যেদিন চন্দ্র সূর্যের চিহ্ন মুছে যাবে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।