নিয়ন্ত্রণ চাই
- এস এম খায়রুল বাসার ২০-০৫-২০২৪

জবান কার? ভাবি আমার,সত্যি তাই ?
তার উপর নিয়ন্ত্রণ আছে কি ভাই ?
বলতে চাই, আছে একটা গোলকধাঁধা
জিভ নাড়তে নতুবা এত কিসের বাঁধা ?
সত্য কথা বলতে কেন ভয়টা অত ?
শয়তানকে ছালাম ঠোকে কীভাবে শত ?
বদলোকের প্রশংসাতে কীভাবে মজি ?
ঠগ নেতার চরণ এত কীভাবে ভজি ?
ভিন্নতাকে চরম ঘৃণা করছি কেন ?
ন্যায় দাবির কথা বলতে পারি না কেন?
কারণ নিয়ে ভাবুক গিয়ে ভদ্রজনে
আমি না হয় তৈল দেব তাদের সনে!
দিতে না চাই নুনের ছিটা কাটা ও ঘায়
জবানটাকে আমার শুধু ফেরত চাই।


মাত্রাবৃত্ত: (৫+৫+৫)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।