ভাবনায় বিজয় দিবস
- শেখ লিটন সরকার ১৭-০৫-২০২৪

বিজয় ওড়ে লাল-সবুজের পতাকায়
আকাশের নীলিমায় হাওয়ায় হাওয়ায়
বিজয় ওড়ে চড়ুই পাখির মুক্ত ডানায়।

বিজয় হাসে কৃষাণী বধুর শুষ্ক মুখে
বিজয় হাসে যমুনা পারের নৌকোর মাঝি
রহিম মিয়ার দরাজ বুকে,
বিজয় হাসে বুড়োবুড়ির পান চিবানোর সুখে।

বিজয় আনন্দে কিশোর সাঁতরিয়ে নদী হয় পার
খেলার মাঠে জেতার জন্য ঝড় তোলে দুর্বার
বিজয় আনন্দে মায়ের বুকে ফেরে
সন্তানেরা বারবার।

বিজয় এলে রক্তে বাজে দেশাত্মবোধের সুর
আপন হারাদের স্মৃতির পাতায় কষ্ট বিধুর!
বিজয় এলে গান কবিতায় প্রাণ খুঁজি
মাটির মধুর।

ফিরে ফিরে আসে প্রতি বছর ষোলই ডিসেম্বর
বিজয়ের চেতনায় উদ্দীপ্ত হয়
ষোলকোটি বাঙালীর নির্ভীক উদার অন্তর।

=====কুয়েত=====১৬-১২-২০১৭.♣

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।