তবে কি তোমার জন্যে?
- মুহাম্মদ তানজিন সাফায়েত ওরফে মো. তানজিন সরকার ২০-০৫-২০২৪

দীর্ঘ পথ আমি ছুটে চলেছি অবিরাম পথে,
খেয়ালের ছলে করেছি শুধু প্রতীক্ষার খেলা
তবে কি তোমার জন্যে ছিল এই ছুটে চলা,
তবে কি তোমার জন্যে এই অপেক্ষার পালা?

তবে কি তোমার জন্যে আমি আগলে রেখছি,
আমার রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা ভালোবাসা?
দীর্ঘ পথের এ যাত্রায় এত কাছে কেন এলে
মরীচিকার মত ছলনায় কেন তবে পালালে?

আমি শুধু দেখেছি তোমার টলটলে দুচোখ
দ্বিধা আর লাজের ভারে অনুপ্ত দুচোখ
যেন সহস্র দৃষ্টি মেলে শত যুগ ধরে,
তবে কি তোমার জন্যে এই অবনীপুরে?

আবার যদি দেখা হয় কোন মেঠো পথের প্রান্তে
সরষের হলুদ ফুলের মতো সহস্র কোটি চোখে
দৃষ্টি মেলব সেদিন, হব তোমার আভরণ
শুধু তোমার জন্য, মানবো নাকো কোন বারণ।
-
আনন্দপল্লী, সিলেট
১৮/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।