দুশ্চিন্তা
- নূর ইমাম শেখ বাবু ১৮-০৫-২০২৪

দুশ্চিন্তা আঁকড়ে ধরে
বুদ্ধিমত্তা গ্রাস করে,
হৃদয় করে হাজার বিনয়
মুক্তি দিতে চায় না তাঁরে।

আবির্ভূত কষ্ট গুলো
বাতাস উড়ায় পথের ধুলো,
যত্ন করে হাজারো সাজ
তবু কেমন এলোমেলো।

ছন্নছাড়া গম্ভীরতা
বুঝতে চায়না প্রাণের ব্যথা,
হিসেব নিকেশ শেষ না হতেই
আবার খোলে নতুন খাতা।

মৌন যুদ্ধে বিপর্যস্ত
দুশ্চিন্তার অধীনস্থ,
চিন্তা মুক্ত থাকতে তবু
সবাই কেমন ব্যতিব্যস্ত।

ভাবনা বোঝে ভাবের ভাষা
আপন করে চিন্তা ঘেঁষা,
সেই চিন্তাই বিভোর ঘুমে
ভাবনা নিয়ে জেগে ফাঁসা।

আয়োজনের ঝেড়ে ফেলা
এড়িয়ে যেতে অবহেলা,
ভাবনা গুলো আবার ভাবায়
দুশ্চিন্তার ছলাকলা।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।