ষটপদী-বংশদোষ
- শেখ লিটন সরকার ১৭-০৫-২০২৪

হিংসা করে,করুক যারা হবে তাতে কী,
ঈর্ষায় জ্বলে নিজেই তারা ঢালতে হয়না ঘি।

অহংকারের দম্ভে যাদের সম্মানহানির ভয়-
কারণ ছাড়া গর্ব তাদের বংশ দোষেই হয়।

জাত-ভেদাভেদ বেশী যাদের তাদের মাঝেই হা-হুতাশ
লোভ-হিংসা আর অহংকার যে করে তার সর্বনাশ।

===============১৫,নবেম্বর২০১৬,কুয়েত।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।