নিশাচর ডাহুকের স্বপ্ন
- বিবেক বর্মন - ঘোর ১৭-০৫-২০২৪

ডানা ভাঙা ডাহুক ডাকে আয়
এই ঘন কুয়াশায় লেপ্টে থাকি সারারাত,
কুহেলী সূর্যের সাথে আড়ি দিয়ে ঘুমাই
বন্ধ করে আদরের কপাট।

এই মেঘালয়া ঘুম নিভৃত শশ্মান ছেড়ে
স্বর্গের সোপান ছুঁয়ে যাক শিশিরে ভেঁজা কাক।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।