জীবনের অর্থ
- মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার - শিশু ২০-০৫-২০২৪

জীবন হলো ভোরে উঠে
প্রথম দেখা আলো
জীবন হলো মন্দ ঠেলে
আমরা থাকবো ভালো।
জীবন হলো ভোরে উঠে
প্রথম সূর্য দেখা
সারাদিনের কর্ম শেষে
পশ্চিমে লাল রেখা।
জীবন হলো পরের আঁধার
করবো আমারা ভাগ
সবার প্রতি থাকবে সবার
গভীর অনুরাগ।
জীবন হলো স্বপ্ন দেখে
ছুটে চলা কাজে
পরের দুঃখে হাত বাড়িয়ে
যাওয়া মাঝে মাঝে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।