মনের ভীতর ক্ষত
- মতিউর রহমান মুন্না - অপূর্ণতা ১৭-০৫-২০২৪

আমার না হয় মনের ভীতর ক্ষত
হয়নি হওয়া একটু তোমার মত।
একটু না হয় দেমাগ আমার বেশি
অল্পে মাতি, অল্প সুখেই হাসি
অল্পে রাগি, অল্প পেলেই খুশি
অল্প দুখেই বিষাদ বুকে পুষি।
তাই বলে তো যায়নি চলে,
কাছে থাকার মন্ত্র বলে
অল্প হলেও তোমার কাছেই আসি
অল্প হলেও তোমায় ভালবাসি।

আমার না হয় বুকের ভীতর ব্যাথা
হয়নি ভাবা একটু তোমার কথা
একটু না হয় চুপটি করেই থাকি
মনের কথা মনেই পুষে রাখি
অল্প বকি, অল্প কথায় বলি
অল্পে আমি নিজের মতই চলি।
তাইতো আমার হয়নি বলা,
তোমার সাথে একলা চলা
কল্পে হলেও তোমার কাছেই আসি
অল্প হলেও তোমায় ভালবাসি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।