ভেবে নিও আরও একবার
- আদি আহমাদ সিফাত ১৪-০৫-২০২৪

আবার, একবার আপন ভেবে দেখো, সকলি ব্যথা তোমার ভালবাসার কোলাহল ঢেউয়ের সাথ মিশে যাবে।
পড়ে রবেনা আর সেই মৃদু মৃদু পায়ের
পথ চলা, মূহুর্তের চিরচেনা বাণীর অচেনা সূরের খুজে।
চন্দ্র-সূর্য আর গোধুলি সন্ধ্যের সাথে তারাদের আর জোঁনাকি দল যেমন মিশে যায় রুপ লাবন্যে।
হয়তো মনের আড়ালে বেদনার এক অসমতা গড়ে উঠেছে,
ফেরাতে এসোনা--, এক আচমকা বাঁধার আঁচল দিয়ে নিজেকে ঢেকে নিয়েছো জানি
ভূলে গেছো অসময়ে- সেদিনটা কতই না সন্ধ্যার সোনালী প্রাচুর্যে মিশে ছিলো
মমতা আর ভালবাসার আঁধার ছিলো আমার প্রতি তোমার- তোমার অভিমান মেশানো ভালবাসায় ছিলাম আমি। আজ তা এক নিঃস্ব ধূলিকণার সাথে মিশে উড়ে গেছে
হয়তো মনে নেই, আমি চাই এমটাই হোক
হোক তোমার আমার এই অসম বিচ্ছেদ -
বাঁধ ভাঙ্গা প্রাচির গড়ে উঠুক, প্রান্ত রেখা টেনে দাও ফেলে দাও মৃত্যুর নগরীতে, আমার নীলকন্ঠে আজও তোমার সুখের বাণী -থেকে যাবে তোমার না চাওয়া সময় গুলোতেও।
আমিতো দিয়েছি অপরিচিতার বাধঁনে বেধেঁ তোমায় তুমি বুঝনি, যখন সখ্যতা ছিলো তোমার প্রতি অলিখিত অসম- আজ তা লিখিত সীমা গাঁথা।
হয়তো তুমি ভূলে গেছো, কি? ছিলাম,কি ছিলে আমার, তখনো ঠিক বুঝতে আজ তোমার বোধগম্যতায় সীমা টেনে দিয়েছ, যা তোমার থেকে আমায় নিশ্বেষ করার ফুলমালা।
আমি জানি যোগ্যতার আবডালে বাঁধা আমার প্রকৃতি আকাশ নীলান্ত দুপুর,
তবে ভেবে নিও তুমি,
প্রাচিরে ফাটল একবার বাধলে তা রুখবার ক্ষমতা প্রকৃতির নেই
সবটাই তোমার ভূল - আমি ঠিক আছি
ভেবে নিও-- ভেবে নিও
দিন রাত আর সকাল কোয়াশা ঘন রাত
সকলি ধ্রুবতারায় সময় গুনে
ভূলে গেছো বলেছিলাম, যাতনা তোমার ছিলো আজ আমার, উপহাস অবহেলার দখিনা হাওয়া আমায় জীবন্ত লাশ বানিয়ে ঠেলে দিলো ধুপশিখায়।
তুমি বুঝে গেছো নিশ্চয় কি বলছি আমি,
তোমার আপনা প্রিয় কি? বলেছিল পুস্পের মোহনডালায় -আজ কি? বলে,,,!
একবার, আবার চাইলেও ফিরবেনা সে হৃদগম মমতা যে জলে ভেঙ্গে যায় নদীর কিনার
তা কেবলি ভেসে যায় অপর কুলের ভালবাসায়
তোমার বিবেক আজ মিথ্যের প্রাচিরে ডুবে আছে - সত্যকে তুমি হালাল - হারামে গুজে দিয়ে বড়ই ভালো আছো।
জানি ভালো নেই তোমার যাতনা,যন্ত্রনায় বাঁধা।
সম্পর্ক-টা কাটা ভরা শিমুলগাছ আর ফুলের সখ্যতা- যা মুখেই শোভায় মন হারায় অসীম যন্ত্রনায়
, আবার, হাজার বার
ভেবে নিও আরও একবার

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।