কৃষক
- মোঃ শাফিকুল ইসলাম রিপন ১৭-০৫-২০২৪

কৃষক ওরা বড় দুঃখী
সারা দিন খাটে,
রোদ-বৃষ্টি মাথায় নিয়ে
ফসল আনে ঘরে ।
কৃষাণীরা তা নিয়ে করে যে লড়াই,
শিশু কাঁদে ঘরের মাঝে
খাবার সময় নাই ।
কৃষকরা অই রোদের মাঝে
নিত্য করে কাজ,
শরীর ভেজে গায়ের ঘামে
সকাল-দুপর-সাজ।
ভালো খাবার পায় না ওরা,
বাসী খাবার খায় -
তা খেয়েই মহা আনন্দে
ওরা দিন কাটায় ।।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।