লোক-চক্ষুর আড়ালে
- সুমাইয়া নূর ১৭-০৫-২০২৪

আমি আর থাকব না এখানে,
চলে জাব লোক-চক্ষুর আড়ালে।
আমি হাপিঁয়ে গেছি,আমি হেরে গেছি।
তাই চলে যাব লোক-চক্ষুর আড়ালে।

আমি আড়ালে চলে যাব।
একদম অন্ধকারে।
যেখানে থাকবে শুধুই কুয়াশা।
গাঢ় অন্ধকার কুয়াশা।

গভীর রাতে তেপান্তরের কোন প্রান্তে বসে থাকব।
আজীবন।লোক-চক্ষুর আড়ালে।
দিনে থাকব পাহাড়ের কোন এক গহীন কোনে।
আজীবন।লোক-চক্ষুর আড়ালে।

বনের সবচেয়ে গহীনে থাকব আমি,
গহীনের কোন এক গাছের আড়ালে।
সাগরের সবচাইতে গভীরে থাকব আমি,
হয়তোবা কোন নিমজ্জিত জাহাজের,
ধ্বংসাবশেষের আড়ালে।

আকাশের সবচাইতে উঁচু যে মেঘ
তারই কোন এক ভাঁজের মাঝে,
থাকব আমি আড়ালে।
লোক-চক্ষুর আড়ালে।

আমি আর থাকব না এখানে।
আমি চললাম লোক-চক্ষুর আড়ালে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।