অণুকবিতা- শ্বশুর বাড়ি
- আবু জাফর বিঃ ২৫-০৪-২০২৪

জামাই গেলে শ্বশুর বাড়ি
শাশুড়ী করে আদর,
অভাব-স্বভাব চৈত বৈশাখ
দ্যাখে'না শ্রাবণ ভাদর।

চালির গুড়ার পিঠা-বড়া
জবাই করে মুরগী,
পুকুরের মাছ দুধ ভাত
খাওয়াই গাওয়া ঘি।

জামায়-মেয়ে এলে বাড়ি
শাশুড়ী হয় খুশি,
শ্বশুর বাড়ি মধুর হাঁড়ি
তাই'তো ভালবাসি।
-----------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।