ভোলা মামা
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - ঘাস ফড়িং আর প্রজাপতির ডানা ২৩-০৪-২০২৪

কালুর মামা ভোলা
বলে বেড়ায় পাড়া
নামে কি হয় ভায়া
আমায় দেখে বাঘ-ভালুক
সবাই পথহারা,ওরা ভয় পায়
আমার ছায়া।


ভোলা মিয়া ইয়া মোটা
পথ চলে সে চটাং চটাং
সেদিন রাতে উঠল ডেকে কুকুর ছানা
ডাক শুনেই দিল সে চিৎপটাং।


ভোর বেলায় এসে দেখে কালু
রাস্তায় শুয়ে আছে তার ভোলা মামু
কালু বলে,কোথায় বাহাদুরি মামু?
ভোলা বলে,আমি এখন হাসপাতাল যামু।
২৮.০৪.২০০২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।