খেয়ালখুশি
- শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান - বাংলাদেশ ২৭-০৪-২০২৪

ঘুষখোর- সুদখোর করছে গ্রাস বাংলাকে,সোনার বাংলাদেশকে ত্রিশ লক্ষ শহীদের দেশটাকে আজ ঘুষখোর মাথায় তুলে নাচছে। এমপি-মন্ত্রী-আমলা,চাকর-পিয়ন সবার চাই ঘুষ,চাই ই চাই না দিলে ঘুষ হবে না কিছু এটাই নিয়ম করেছে সবাই। স্বাধীনতা আজ গুমড়ে কাঁদে টাকার রাজত্বে মানুষগুলো বেহুস শুধু ক্ষমতা চাই যেকোনো মূল্যে তারপর বসে বসে খাবে ঘুষ। আমি বসে ভাবি চুপচাপ শেষ বিচারে এই মানুষগুলো হায় কিভাবে খাবে!কাকে দেবে ঘুষ! নিদারুণ ক্ষণে কি হবে উপায়। ভাবে না কেউ ক্ষমতাধর যারা ইচ্ছেমতো খেয়ালখুশিতে আধুনিক হচ্ছে কুচ ন্যাহি পরোয়া এমনই ভাব সময়ই বলবে কোথায় তারা হাঁটছে। ২৩.০৩.২০১৩

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।