অণুকবিতা- বাংলা ভাষা
- আবু জাফর বিঃ ২৪-০৪-২০২৪

রক্তের ঘামে ফলান ফসল
গাঁয়ের দুখের চাষা,
রক্তের দামে কেনা আমার
মায়ের মুখের ভাষা।

সালাম বরকত রফিক সফিক
বাংলা মায়ের সন্তান,
রক্ত ঢেলেছে তবু রেখেছে
মাতৃভাষার সম্মান।

অমর একুশে বাংলা পেয়েছে
আন্তর্জাতিক স্বীকৃতি,
শহীদের রক্ত বর্ণমালা পবিত্র
আর হবেনা বিকৃতি।
-------------

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।