বীর নাকি বীরত্ব !
- বেলাল হোসেন খাঁন ১৯-০৪-২০২৪

বীর বড় নাকি বীরত্ব প্রশ্ন মনে জাগে, থাকলে তোমার জানা আমায় বল আগে। ফেবু পাতায় কত শত বীরত্ব রোজ দেখি, বাস্তবতা মিলাতে দেখি বীর গুলো সব খেকি। বীরের মতো প্রলাপ ছোটে কাজের বেলা ভীরু, সম্মুখেতে দেখলে বিড়াল পালায় সকল হিরু। বীর না হয়ে বীরত্ব দেখায় বলতে পারো কারা? বিদ্যা ছাড়া জ্ঞানী সাজে নিজেকে চেনেনা যারা। তাই তো বলি বীরত্ব নয় বীর টি হও আগে, দেখবে তখন সফলতা- আসছে নিজের বাগে। ২১শে ডিসেম্বর ২০১৮ইং

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।