সুপ্ত বাঙ্গালীয়ানা
- বেলাল হোসেন খাঁন ২০-০৪-২০২৪

শেরে বাংলা ভাষানী বঙ্গবন্ধু
আতাউল গনি ওসমানী,
ভাষা সৈনিক ত্রিশ লক্ষ শহীদ
সম্ভ্রম হারানো মা জননী।

কি ছিলো চাওয়া তোমাদের
জাতি কভু তা খোঁজেনি,
কেন এমন দেশ চেয়েছিলে
তাও আজও বোঝেনি।

স্বাধীনতার নামে পরাধীনতা
মুখ বেধেঁ যেন গনধর্ষণ,
স্বাধীনচেতা মোড়কে প্যাঁচানো
ব্রিটিশ পাকির সেই কর্ষন।

চেয়েছিলে কি এমন সাগর-রুনি
তনু নুসরাতের অবস্থা,
বিশ্বজিৎ খাদিজা আবরার দের
জীবন হোক মাগ্না সস্তা!

সইতে পারছি না আর তোমাদের
লাল সবুজের নগ্নদৃশ্য,
তোমাদের চাওয়া সেই স্বাধীনতা
এই ভূ-খন্ডে যে অদৃশ্য!

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।