আতাত আলিঙ্গন
- মোঃ কামরুজ্জামান - অপ্রকাশিত ১৭-০৫-২০২৪

প্রাতকালে সূর্যমুখী ঝরে পরে,, অবজ্ঞা আর অবহেলায় মুখ লোকায়; প্রশস্ত প্রান্তর গুটিয়ে নেয় কচ্ছপের মত, শক্ত মৃত্তিকার গর্তে———-! ভাল থাকার সুনিপুণ অভিনয়ে বুক চেটিয়ে বেঁচে থাকার মিথ্যে নাট্যমঞ্চে, রচিত হয় ভূমিকা,উপসংহারহীন একাংকিত,খন্ডিত নট অভয়ব! জীবন ফিকে হয় ,সস্তা সময় আবহে, মৃত্যু কামনায় নীশি জাগে তন্দ্রাহীন মনের কোণে লুকায়িত গান সুর খুঁজেনা ! লালীত বাউল বধির ;তব জাগ্রত হিয়ার পাণে॥ নারী মন তবু ছুটে চলে খরা নদীর মত, দিকপাল অজানা বয়ে যায় অতি দূর যত! মোহনা মরীচিকা ;ছেড়া দ্বীপে প্লাবিত বন্যা জ্বল পাওয়া দুস্কর,সমুদ্র জ্বলে থেকেও ॥ নর —তুমি ভাবিয়া ভোগপণ্য, কিনিয়াছো মোরে, মন কি চাই !বুঝানোর অধিকার দাওনি, আঁচল ছিড়ে খেয়েছো ,আক্ষের মত; সযতনে দূরের আকাশে দিয়েছো ফেলে! অভিযোগের চিরকুট,বক্সে ফেলেছো শত ॥ ধ্রুবতারাদের মত রয়েছি জলে অন্য নর-চিত্ত করিতে আবিস্কার, নিজেকে স্ফুলিঙ্গ উল্কার মত ভাসায়াছি, তীব্র উচ্ছ্বাসে আতাত আলিঙ্গন, নর তোমার দেহ নয় আত্মারে খুঁজেছি, নীল পদ্মের ডেউয়ে ভেজা প্রাঙ্গন ॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।