অমঙ্গল
- মোঃ কামরুজ্জামান - অপ্রকাশিত ১৭-০৫-২০২৪

যা দিয়ে ,ফিরিয়ে নিতে হয়
তা হয়তো অযাচিত,নয়তো ভুল;
অদৃশ্যের আড়ালে লোকায়িত
প্রেম কিংবা ভালবাসা
নাও হতে পারে!
হয়তো হতে পারে আপন করে
কাছে পাওয়ার ছোট্র নিবেদন॥

তোমার সাড়া পাওয়ার শেষ প্রতিক্ষ্যায়
ভোরের কুয়াশায় আবছা আধার ঠেলে
স্থির দাড়িয়ে থাকা রেল লাইনের
ল্যাম্প পোস্টের মত॥

প্রয়োজন ফুরিয়ে গেলে যাযাবর পাখি
যেমন এক ঘর ছেড়ে অন্য ঘরে
নীশি জাগে ——
যেমন কালো কোকিল কখনো বাসা
না বেধেঁই শুক্রানু—ডিম্বানুর নিষিক্ত
প্রজনন তন্ত্রে মিয়োসিসের ঝড় তুলে!

ঠিক তেমন তোমার মনের কোণে
আমি বৈশাখ ঝড়ের তান্ডব হয়ে
আছড়ে পরবো ভেঙ্গে দিতে
তোমার তালাবদ্ধ যৌবনের
কোমারিত্বের প্রাপ্ততা!!

তোমি আপন করে কাছে টেনে
যদি নাই নিতে পারো —তাই বলে
ভিক্ষুকের মত অদৃশ্যের দোহায় দিয়ে
তাড়িয়ে দিওনা ;
তাতে তোমার কিছুই যাই আসে না
শুধু অমঙ্গল হবে॥

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।