ত্যাগ ও স্বাধীনতা
- এস জামান হুসাইন - বাংলা আমার ১৯-০৪-২০২৪

স্বাধীনতার জন্য জীবন দিল কত বাবা!
লক্ষ্য বোনের ইজ্জত কেড়েছে হায়েনার থাবা।
কতশত মা হয়েছে স্বামী - সন্তানহারা!
ভাই হারানোর বেদনায় বোনেরা দিশেহারা।
তিন বেলা চাবুক, এক বেলা রুটি, ছিল মেনু,
পাক - বাহিনীর বন্দিশালা, মিরপুর ছিল ভেন্যু।
পাক - শাসকের রোপন করা হিংসার কোমল চারা,
শিকড়সহ কেটেছে বাংলার দামাল ছেলেরা।
নিদ্রাহীন কেটেছে দুইশত সত্তর রজনী,
লাল শালুক কৃষ্ণচূড়ায় ফের সেজেছে ধরনী।
কারও তুলেছে চোখ, কারও কাটা পরেছে পা,
তাদের আত্মত্যাগে আমরা পেলাম স্বাধীনতা।

স্বাধীনতা পরম পাওয়া, স্রষ্টার সেরা দান,
বিকিয়ে দিলে ক্ষুন্ন হবে শহীদের মান।
স্বাধীনতার এত বছর পরেও পরাধীন আজ,
জুলুমশাহীর পতাকা তুলে ঘুমায় শহীদ তাজ।
শহীদের আমানত করেছ খেয়ানত তুমি,
তাই বিষাক্ত বাতাসে ভরপুর স্বাধীন এ ভূমি ।

লাল সবুজের পতাকা উড়ে শহীদের ত্যাগে,
বিবেকহীন, ঘুমন্ত জাতি আবার উঠুক জেগে।

০১ মার্চ ২০২০
লালমনিরহাট ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।