ভরসা
- মোঃ আমিনুল এহছান মোল্লা - বিজয় ২০-০৫-২০২৪

ভরসা কর আল্লাহ’র দয়ায় হে মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে গোলাম চলে নিখিলে ।
নামাজ রোজা হজ্ব যাতাক যাবে না বিফলে
হে মুমিন! জেগে উঠ হে ঈমানী দ্বার খুলে।

যে গোলাম সে ভুলে না কভূ আল্লাহ’র রহমত-
সে পানাহ চায় তাঁর পানে যখনই মুছিবত।
মুমিন হারে না কভূ জাহেলী বাতিলের হঙ্কারে
সর্দা গর্জে আল্লাহ’র ভয়ে মুজাহিদ যায় সমরে।

হে মুমিন!তুমি রহমত চাও ওই বিধাতার-
যিনি একক ও অদ্বীতিয় সত্তা দাবীদার ।
কে আছে তোমারে হারায় ইর-পর প্রান্তরে?
ওই হাদিস-আল-কোরআন থাকে যদি অন্তরে।


ভরসা কর আল্লাহ’র দয়ায় হে মুমিন নহে আমলে;
তাই বলে আমল নাহি ভুলে গোলাম চলে নিখিলে ।
-------১১-০৩-২০২০ ইং রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।