আমাদের ধারাপাত
- সিবগাতুর রহমান ২০-০৫-২০২৪

এক এক্কে এক
রক্তে কেনা স্বাধীন বাংলা
বিশ্ববাসি দেখ।
দুই এক্কে দুই
স্বাধিন দেশের বুকে ফোঁটে
শাপলা, গোলাপ, জুঁই।
তিন এক্কে তিন
থাকবনা আর অন্ধকারে
আসবে সুখের দিন।
চার এক্কে চার
সোনার বাংলা গড়ব মোরা
দৃপ্ত অঙ্গিকার।
পাঁচ এক্কে পাঁচ
বীর বাঙালি জাগিয়ে মাথা
বাচাঁর মত বাচঁ।
ছয় এক্কে ছয়
যুদ্ধাপরাধীর বিচার হবে
নেই কোন সংশয়।
সাত এক্কে সাত
দেশটা এবার গড়ব মোরা
হাতে রেখে হাত।
আট এক্কে আট
সোনার ফসলে ভরিয়ে দেব
বাংলার মাঠ ঘাট।
নয় এক্কে নয়
দূর্ণীতিকে করবো ঘৃনা
নেইকো কোন ভয়।
দশ এক্কে দশ
বিশ্বব্যাপি ছড়িয়ে দেব
বাংলাদেশের যশ।
****

রচনাকালঃ ০২ ডিসেম্বর ২০১২

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।