ঋতুরাজ বসন্তকাল
- মধুকবি ২০-০৫-২০২৪

ষড়ঋতুর বাংলাদেশে এলো ঋতুরাজ বসন্তকাল ,
প্রেমের সুবাস ছড়িয়ে এল আজ সোনালী সকাল ;
গাছে গাছে নতুন সবুঝ পাতা, ফোটে রঙিন ফুল ,
শীতের শেষে বসন্ত বরনে হেথা হয়না কারও ভুল ।
বসন্ত এলেই শিমুল পলাশ কৃষ্ণচুরার ডালে ডালে ,
লাল রঙ ফুলেরা ঝিরিঝিরি মৃদুমন্দ হাওয়ায় দোলে ;
প্রকৃতি হয়েছে নব যৌবনা অপরূপা উদ্দাম উজ্জল ,
বাসন্তী রঙ শাড়ি পড়া এলোকেশী রমনীরা উচ্ছল ।
বসন্ত এলে ফুল ফটবেই থাকবে কুকিলের কুহুতান ,
প্রেমের আবেশ জাগবেই প্রাণে উতলা হবে যে মন ;
বসন্তকাল এল তাই ফুলের মঞ্জুরীতে মালা গাঁথা হয় ,
প্রেমিক প্রেমিকার মন দুটি ফুল ডোরে বাঁধা পড়ে রয় ।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।